রাঙ্গামাটিতে দুইদিন পর লঞ্চ চলাচল স্বাভাবিক - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে দুইদিন পর লঞ্চ চলাচল স্বাভাবিক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে দুইদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। আজ বুধবার সকাল সাতটা থেকে বন্ধ থাকা পাঁচটি উপজেলায় আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দীন সেলিম বলেন, কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে, দুর্ঘটনা এড়াতে আমরা সোম ও মঙ্গলবার পাঁচটি উপজেলার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ করতে বাধ্য হই। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে যার কারণে ৪৮ ঘণ্টা পর আবারো লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জানা গেছে, জেলা সদরের সঙ্গে যোগাযোগের লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র ও নানিয়াচর উপজেলার অন্যতম মাধ্যম এ নৌপথটি। এ পথে প্রতিদিন ৩২টি লঞ্চ চলাচল করে।