মাটিরাঙ্গায় ২৩ বিজিবি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান ও গাছের চারা বিতরণ - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় ২৩ বিজিবি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান ও গাছের চারা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও গত ১ জুলাই হতে ৭ জুলাই ২০২২ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ এ বৃক্ষরোপণ সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করার জন্য বিজিবি মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন হয়েছে।

সকালে (৬ জুলাই) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্রিটিশ আমেরিকা টোব্যাকো (বিএটিবি) এর উদ্যোগে ‘‘বনায়ন প্রজেক্ট” এর আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম। বৃক্ষরোপন কর্মসূচীতে ব্যাটালিয়ন এর পদস্থ কর্মকর্তা ছাড়াও সকল পদবীর সদস্য, অসামরিক কর্মচারী, হিল আনসার এবং ভিডিপি সদস্যগণ অংশ নেন।

সূত্র জানায়, এদিন বর্ণিত বৃক্ষরোপণ সপ্তাহে বিভিন্ন প্রজাতির মোট ১২৮৫টি গাছের চারা রোপণ করা হয়েছে।

এদিকে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে ‘‘গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোগান বাস্তবায়নের নিমিত্তে আওতাধীন ভিডিপি সদস্যদের এবং স্থানীয় শিশুদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।

এদিন বিকেলে ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।