খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির বৃক্ষরোপণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির বৃক্ষরোপণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন।

‘সবুজ সীমান্ত’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ জুলাই) বিজিবির জোন সদরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ৪৩ বিজিবির (রামগড় ব্যাটালিয়ন) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির আড়াই হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হবে জানিয়ে লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এ বছরও অব্যাহত আছে।

এ সময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার রাজু আহমেদ, ৪৩ বিজিবির সুবেদার মেজর এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ব্যাটালিয়নে উপস্থিত সকল অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকগণ ব্যাটালিয়ন সদর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপণে অংশগ্রহণ করেন।

এছাড়া, বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষ্যে ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপি/ক্যাম্প সমূহে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্য্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরেও ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ এর বৃক্ষরোপন সপ্তাহ পালিত হচ্ছে।