বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১৬ জেলে আটক
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের কাছ থেকে ভারতীয় মাছ ধরার একটি ট্রলার জব্দের পাশাপাশি ১৬ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে।
নৌ-বাহিনী জানায়, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে নৌবাহিনীর জাহাজ বিএনএস গোমতীর অধিনায়ক কমান্ডার মো. আরিফ হোসেনের নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল তাদের ধাওয়া দিয়ে ‘মা ত্রিপুরা সুন্দরী’ নামের একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করে।
আটককৃত জেলেরা হলো ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পঙ্কোজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), শুনিল দাস (৪৭), জয় হরিদাস (৪৫), সত্য লালদাস (২৫) ও রনজিত (২৪)। আর নদিয়া জেলার গোপাল পাল (৩৯), হরিদাস (৩২) ও সমির (৫০)।

খোঁজ নিয়ে জানা গেছে, মাছ ধরার ভারতীয় ট্রলারটি বাংলাদেশের জলসীমার ৩৫ কিলোমিটার ভেতরে ঢুকে মাছ ধরছিল।
মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গভীর সাগরে টহলকালে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ আটক করা হয়েছে। পরে বুধবার সন্ধ্যায় তাদের পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
বালিয়াতলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মমিনুর রহমান বলেন, সাগরে ৬৫ দিনের অবরোধ চলছে। ভারতীয় ট্রলারটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে মাছ ধরছিল। এ সময় বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি দল তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে নৌ-বাহিনীর সদস্যরা ইন্ডিয়ান একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে।
মমিনুর রহমান আরও বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৮৩ সালের ২২ (ক) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে জব্দ করা ট্রলারটিসহ আটক জেলেদের কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।