তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, স্পেন-পর্তুগালে প্রাণহানি ১৭০০
![]()
নিউজ ডেস্ক
বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশ। এই অবস্থার মধ্যে তাপপ্রবাহে স্পেন-পর্তুগালে গত কয়েক দিনে প্রাণ হারিয়েছেন ১৭০০ জনের বেশি মানুষ।
রোববার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, সপ্তাহখানেক ধরে চলা তাপপ্রবাহ থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। ইউরোপের কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে গেছে। এতে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগে বলেন, জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য এবং মানবতার অস্তিত্ব উভয়কেই হুমকির মুখে ফেলেছে।
তিনি বলেন, গত কয়েক দশকে তীব্র তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। কখনও কখনও তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। চলতি বছর আমরা এরই মধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে এক হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, চরম তাপদাহ মাঝে মাঝে স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে। সতর্ক করে বলেন, বৃদ্ধ বয়সের লোকজন ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ছে।
একে অভূতপূর্ব এবং ভীতিকর অ্যাখা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হ্যান্স ক্লুগ।