অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার ১২ - Southeast Asia Journal

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার ১২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাসপোর্ট এবং ভিসা ছাড়াই মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) ভোররাতে কুলাউড়া উপজেলার পৃথমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজের নিচ থেকে রোহিঙ্গা সন্দেহে তাদের আটক করা হয়।

আকটরা হলেন মো. রুবেল মিয়া (২৪), চাঁন মিয়া (৫৭), মো. আলী আকবর (৬০), নাছিমা বেগম (৩২), ফারজানা আক্তার (১৮), পুতুল বেগম (৪০), লাভলী আক্তার (২২), সুহেল ফরাজি (৩০), মো. মেহেদী হাসান শাকিব (২২), নাছিমা বেগম (৩৬), তাজুল ইসলাম (২৭) ও শামীম আহমদ (২০)। এরা সবাই পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা বাংলাদেশি নাগরিক। তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশে ভারতে যেতে চেয়েছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।