রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অভিযান চালিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দল জেএসএস এর এক সন্ত্রাসীকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে অং হোলা প্রু (৫৫) নামের উক্ত সন্ত্রাসীকে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড এ্যামুনেশন, নগদ ৬ হাজার ৮শত ৩০ টাকাএবং ২ টি মোবাইলসহ আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী অং হোলা প্রু বান্দরবানের রোয়াংছড়ির কচ্ছপতলী এলাকার বাসিন্দা।
তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (সন্তু) এর সক্রিয় তথ্য প্রদানকারী, টোল আদায়কারী এবং ১টি হত্যা মামলার আসামী।
সেনাবাহিনী জানায়, পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।