তীব্র শীতে রামগড়ে বিজিবির উপহার পেয়ে খুশি শীতার্তরা - Southeast Asia Journal

তীব্র শীতে রামগড়ে বিজিবির উপহার পেয়ে খুশি শীতার্তরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পৌষের তীব্র শীতে পাহাড়ের দূর্গম এলাকার হতদরিদ্র ও অসহায়রা যখন জবুথবু, ঠিক তখনি উঞ্চতার পরশ হিসেবে শীতবস্ত্র উপহার নিয়ে ঘরের দুয়ারে দাঁড়িয়ে হতদরিদ্র ও শীতার্তদের চমকে দিলেন বিজিবির এক কর্মকর্তা।

তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) থার্টি ফার্স্ট নাইটের প্রাক্কালে সবাই যখনই পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ঠিক তখনি গভীর রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন অধিনস্ত রামগড় উপজেলার সোনাইআগা, যৌথখামার, আতারামপাড়া এবং লামকুপাড়ার দূর্গম এলাকায় বাড়ি বাড়ি এমনকি ঘরে ঘরে গিয়ে শীতার্তদের হাতে তুলে দেন উঞ্চতার পরশ শীতবস্ত্র।

এদিন সর্বমোট ২৫০টি শীতবস্ত্র বিতরণ করেন জোন অধিনায়ক। এসময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদসহ পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বসবাসরত জনসাধারণদের মানবিক সহায়তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

উল্লেখ্য, বিজয়ের মাস ডিসেম্বরে রামগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত প্রায় ১০০০ শীতার্ত পাহাড়ী এবং বাঙ্গালী পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।