জুরাছড়িতে সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ, বন্দুক এবং বনবিভাগের সীল উদ্ধার
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি রিজিয়নের জুরাছড়ি জোনের দূর্গম এলাকা হতে অবৈধ সেগুন কাঠ, কাঠ পাচারকারীদের ব্যবহৃত বন্দুক এবং বনবিভাগের সীল উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
জুরাছড়ি জোন কর্তৃক গতকাল ৪ জানুয়ারি (বুধবার) স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে জোন আওতাধীন মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া, কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬১৬ লগ সেগুন কাঠ এবং কাঠ পাচারকারীদের ব্যবহৃত ১ টি পরিত্যাক্ত গাদা বন্দুক এবং বনবিভাগের সীল উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে জব্দকৃত অবৈধ কাঠের আনুমানিক বাজার মূল্য ৩কোটি ৫৭ লক্ষ ২৬ হাজার ৪শত টাকা।
জানা যায়, উদ্ধারকৃত কাঠ, বন্দুক এবং অন্যান্য সামগ্রী স্থানীয় বনবিভাগ এবং থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ কাঠ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার কারীদের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা ও কাঠ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকাবে।