মিয়ানমার সীমান্তে ৩ কেজি সোনাসহ পাচারকারী গ্রেফতার
নিউজ ডেস্ক
কক্সবাজারে অভিযান চালিয়ে তিন কেজি ৩২০ গ্রাম সোনা এবং পাঁচ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ইয়াস নুর (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে।
আটক ইয়াস নুর উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার জাকারিয়ার ছেলে।
২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে সোনার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার সীমান্তে অভিযান শাহপরীর দ্বীপ চালায় বিজিবি। এ সময় একজন জেলে মাছ আহরণ শেষে জাল হাতে বেড়িবাঁধের দিকে আসার সময় বিজিবির উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো তিন কেজি ৩২০ গ্রাম সোনা এবং পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার অানুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের নাম স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।