কক্সবাজারে পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক - Southeast Asia Journal

কক্সবাজারে পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাতে পেকুয়া থানার এসআই (নি.) ইসমাইল হোসেন এবং এএসআই (নি.) অর্পণ সেনের নেতৃত্বে একটি চৌকস টিম সদর ইউপির হরিণাফাঁড়ি নইন্য-মইন্যা ব্রিজের উপর চেক পোস্ট ডিউটি করাকালে মোশরফা বেগম(৩৫) কে আটক করে।

পরে তার কাজ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলিজার পাড়া এলাকার করিম দাদের মেয়ে।

এই ঘটনায়, এসআই (নি.) মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান ধৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।