মাটিরাঙ্গায় ১০ বস্তা ভারতীয় ঔষধসহ পাহাড়ী যুবক আটক
নিউজ ডেস্ক
সরকারি টেক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১০ বস্তা ভারতীয় ঔষধসহ দিনমোহন ত্রিপুরা নামে এক চোরা কারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিনের ওয়াসুর সদয়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। দিনমোহন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের একই ওয়ার্ডের ধন্তিরামপাড়ার চাঁন মোহন ত্রিপুরা প্রকাশ কুলি ত্রিপুরার ছেলে।
মাটিরাঙ্গা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাদ্দাম হোসেন ও এ এস কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে উপরোক্ত ঠিকানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বস্তা ঔষধসহ দিনমোহন নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, কি পরিমান ঔষধ রয়েছে তার তালিকা প্রস্তুত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তালিকা প্রস্তুত শেষে বিস্তারিত জানানো হবে।