ভারতে পাচারের সময় চৌগাছা সীমান্ত থেকে দেড় কেজি সোনা জব্দ
নিউজ ডেস্ক
যশোর ৪৯ বিজিবির অভিযানে যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১ দশমিক ৫১৫ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার আটক করা হয়েছে।
গত ৩১ মার্চ শুক্রবার রাতে চৌগাছা সীমান্ত থেকে এই সোনার বার জব্দ করা হয়। এ সময় পাচারকারী কৌশলে পালিয়ে যায়।
বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) -এর অভিযানে যশোর জেলার চৌগাছা থানাধীন সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে- একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। ওই তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন সদরের একটি টহলদল শুক্রবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। পরে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় ওই ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরে বিজিবি টহলদল ওই স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে ধরণা করা হয়।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে বলে বিজিবি জানায়।