টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক - Southeast Asia Journal

টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের আলির জাঁহাল এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল ১ এপ্রিল শনিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃত জিয়াবুল ইসলাম ও তার স্ত্রী আক্তার বেগম টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাঞ্জর পাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের উপ-পরিদর্শক তায়রীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।