খাগড়াছড়ির মানিকছড়িতে জিপ গাড়িতে দুর্বৃত্তের আগুন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেম্প্রুপাড়ায় একটি জিপ গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও গাড়ির বেশির ভাগ অংশই পুড়ে যায়।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একটি সাইডে রড ও সিমেন্ট রেখে বাটনাতলী ফেরার পথে থলিপাড়া দোকানের কাছাকাছি স্থানে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত অতর্কিত গাড়ির গতিরোধ করে। এ সময় কোনো কিছু না বলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তে গাড়ির পুরো যন্ত্রপাতি ভস্মীভূত হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয় বলে জানান গাড়ির মালিক মো. কামরুল আলম।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে সন্ধ্যা সাড়ে ৭টায় সরেজমিন পরিদর্শনে রওনা দিয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে