সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন - Southeast Asia Journal

সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির চাকঢালা সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৪ এপ্রিল) সোয়া ২ টায় বাংলাদেশ – মিয়ানমার নাইক্ষ্যংছড়ি চাকঢালা সীমান্তের ৪২-/৪৩ এর থেকে ৭ শত মিটার দক্ষিণ-পশ্চিমে। আহত ব্যক্তির নাম- মোহাম্মদ ছুরত আলম (৪৮)। সে চাকঢালা চেরারমাঠ গ্রামের মৃত বাছা মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে আরো জানায়, সে প্রতিদিনকার ন্যায় কাঠ কাটতে যায় সীমান্তের পুরান মাইজ্জা নামক মিয়ানমার বাহিনীর ৬ নম্বর ক্যাম্পের অদূরে। সেখানে শূণ্যরেখায় মিয়ানমার সেনা বাহিনীর দেয়া ১টি স্থলমাইন তার বাম পায়ে লেগে বিষ্ফোরিত হয় বিকট শব্দে। এতে তার বাম পা উড়ে যায়।

গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে এখন মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।

অপর একাধিক সূত্র দাবী করেন, মূলত সে কাঠুরিয়া নয় বরং বার্মিজ গরু কারবারী। গরু আনতে গিয়ে এ দূর্দশা তার।

উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তাকে কেউ বিষয়টি জানান নি। তবে ধারণা করা হয়, সে গরু চোর হতে পারে। নচেৎ সীমান্তের ওপারে কেন গেছে সে?

আর এ বিষয়ে জানতে সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।