কক্সবাজারে ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত রোহিঙ্গা মো. রহিম উল্লাহ (৩০) উখিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের সৈয়দ আহমদের ছেলে।
গত ৮ এপ্রিল শনিবার দিবাগত-রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।
উখিয়াস্থ ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ এণ্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী একজন রোহিঙ্গার অবস্থান গোপন সংবাদে নিশ্চিত হয়ে ৮ এপিবিএন অধিনায়ক এডিশনাল ডিআইজি আমির জাফরের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মো. রহিম উল্লাহ নামক একজন রোহিঙ্গা যুবককে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে জিডির পর ধৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।