সীমান্তে ২ কোটি ৯৩ লক্ষ টাকা সোনার বার উদ্ধার, আটক ১ - Southeast Asia Journal

সীমান্তে ২ কোটি ৯৩ লক্ষ টাকা সোনার বার উদ্ধার, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করেন।

এসময় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করেন। সোনা পাচারে জড়িত সন্দেহে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়।

আকটকৃত ব্যাক্তি সোনার বার গুলো বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিলেন। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লক্ষ টাকা।

সূত্র জানায়, একজন চালক যে একটি খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন বিএসএফের সদস্যরা। রাত ১০টা ৫০ নাগাদ ভারতের চৌহদ্দিতে ঢুকতেই জওয়ানরা ট্রাকটি থামিয়ে তল্লাশির জন্য গুদামে নিয়ে যায়। পরে ট্রাকের কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল, কলকাতার কাস্টম হাউসে স্থানান্তর করা হয়েছে।

You may have missed