সীমান্তে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি হাতে ২ বাংলাদেশি আটক
নিউজ ডেস্ক
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করার খবর পাওয়া গেছে।
গত ৪ জুন রোববার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ভাল্লুখখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৮ এর নিকটবর্তী বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইনের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশের নাগরিক ৩ জন বার্মিজ গরু আনার জন্য গেলে তাদের পূর্বের গরু বিক্রির পাওনা টাকার জন্য আরাকান আর্মি ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে রাখে। আরেকজন বাংলাদেশে ফিরে আসে কৌশলে। বর্তমানে আটক ব্যক্তি আরাকান আর্মির জিম্মায় রয়েছে বলেও জানা যায়।
আরাকান আর্মি আটককৃত দুজনের একজন হলেন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের বাসিন্দা আব্দুল সালামের ছেলে আবু সৈয়দ (৩২), অন্যজন দলাইয়্যা (৩৬), তার ঠিকানা পাওয়া যায়নি।
কচ্ছপিয়া পরিষদের চেয়ারম্যান মো. আবু নোমান সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে উদ্ধার করার জন্য পরিবারের পক্ষ থেকে তৎপরতা চালাচ্ছেন।