খাগড়াছড়িতে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তবর্তী এলাকায় ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম অমর শান্তি চাকমা (৩৫)। তিনি পানছড়ি উপজেলার হারুবিল গ্রামের কোপালাক্ষ চাকমার ছেলে।
শনিবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার যুগেশ্বর পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ অমর শান্তিকে আটক করা হয়।
অমর শান্তি চাকমা ভারত থেকে এ গাঁজার চালান সীমান্ত পার করে গাড়ির জন্য অপেক্ষা করছিল বলে জানান তিনি। এসময় অমর শান্তিকে চৌদ্দ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত অমর শান্তি চাকমার বিরুদ্ধে থানায় মামলা দয়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।