বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট পরিদর্শনে জাইকা টিম
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ-ভারত ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট পরিদর্শন করেছেন জাইকার একটি প্রতিনিধি দল।
আজ বুধবার (১৪ জুন) সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় উক্ত প্রকল্প পরিদর্শন করেন তারা।
জাপানি নাগরিক টিম লিডার আতসুহি নিতসিমুরার নেতৃত্বে পরিদর্শনকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের নাগরিক শুলি নিতসিমুরা, উগান্ডার নাগরিক কাসুলে রবার্ট ও আরেক জাপানি নাগরিক হতরাওকি কুরিটা।
এসময় প্রতিনিধি দলটি রামগড়স্থ বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এলাকা ঘুরে দেখেন এবং এক্সেল লোড কন্ট্রোল স্টেশন পরিদর্শন করেন।
পরে তারা সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্তদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।