নেত্রকোণা সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ আটক ২
নিউজ ডেস্ক
নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় রুপিসহ দুইজনকে আটক করা হয়েছে; যাদের ‘চোরাকারবারি’ বলছে বিজিবি।
বুধবার (২২ জুন) রাতে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি লেংগুরা বিওপির নায়েক সুবেদার ফিরোজ মোল্লা।
আটকরা হলেন, লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হেলপারের স্ত্রী সাবিনা আক্তার (৩৫) ।
নায়েক সুবেদার ফিরোজ মোল্লা বলেন, ভারতীয় সীমান্ত থেকে লেংগুরা বাজারের দিকে চোরাকারবারি আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। সেখানে দুই ‘চোরাকারবারি’কে আসতে দেখে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা ৯৭ হাজার পাঁচশো ভারতীয় রুপি জব্দ করা হয়।
ফিরোজ মোল্লা বলেন, আটকরা সীমান্ত এলাকায় চোরাকারবারি চক্রসহ একটি শক্তিশালী ভারতীয় রুপি ব্যবসায়ী চক্র গড়ে তুলেছিল। তারা টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে চোরাচালান পরিচালনা করছিল।
আটকের পর কলমাকান্দা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।