রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত কিশোর উদ্ধার, আটক ২ - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত কিশোর উদ্ধার, আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা কিশোরকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

শুক্রবার (৩০ জুন) সকাল দশটার দিকে টেকনাফ আলিখালী ক্যাম্প-২৫ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈন উদ্দিন।

উদ্ধার কিশোর আরেস খান (১৪) টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ ব্লক-এফ/৫ এর হামিদুল্লাহর ছেলে ।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন টেকনাফ শালবাগান ক্যাম্প-২৬ এফ/৫ ব্লকের করম আলীর ছেলে রহমত উল্লাহ (২৪) ও ক্যাম্প -২৪ এর ব্লক -এফের মো. সলিমের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ সাদেক হোসেন (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈন উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আলীখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৫ এর ব্লক- ডি/২৪ এলাকায় কাঁটাতারের বাহিরে পাহাড় সংলগ্ন এলাকা হতে অপহরণকারী চক্রের দুই সদস্য রোহিঙ্গা কিশোর আরেস খানকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চিৎকার দেয়। তা শুনে আশেপাশের রোহিঙ্গারা এগিয়ে এলে তারা থমকে দাঁড়ায়। তাদের পাশাপাশি এপিবিএন পুলিশও ঘটনাস্থলে এলে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়। এসময় গুরুতর আহত অবস্থায় কিশোর হারেসকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আহত আরেসকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প-২৫ এর (আইআরসি) হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানায়।

এর আগে, গত সপ্তাহে অপহরণের শিকার দুইজনকে ৮ দিনের মাথায় উদ্ধার করতে সক্ষম হয়েছে এপিবিএন। শুক্রবার ভোরে পাহাড়ের পাদদেশ হতে তাদের উদ্ধার করা সম্ভব হলেও অপহরণকারী কাউকে ধরা সম্ভব হয়নি। তবে, ধারণা করা হচ্ছে, আরেক কিশোর অপহরণকালে ধৃতরা আগের অপহরণ ঘটনায়ও জড়িত থাকতে পারে।