সীমান্ত হাটের ভারত-বাংলাদেশ যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ ও ভারতের সীমান্তের হাট ব্যবস্থাপনা কমিটির এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ জুলাই মঙ্গলবার দুপুরে বর্ডার হাটের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভায় বাংলাদেশের পক্ষে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলার ডিএম সাজু ওয়াহিদ এ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সন্তোষ দাস, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট জুগেশ রিয়াং, সহকারী কালেক্টর ড. জি সরৎ নায়েকসহ ত্রিপুরা রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।