সাতক্ষীরা সীমান্তে বিজিবির হাতে চারটি সোনার বারসহ আটক ১

নিউজ ডেস্ক
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চারটি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার করা চারটি সোনার বারের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। আটক ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরার ৩৩ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কালিয়ানী বিজিবি ক্যাম্পের নায়েক মোজাফফর আলীর নেতৃত্বে ল্যান্স নায়েক ফিরোজ শিকদার, সিপাহি সুমন হোসেন ও জোবায়ের হোসেন আজ ভোর থেকে সীমান্ত এলাকায় ডিউটিতে ছিলেন। নায়েক মোজাফফর আলী সকাল সাড়ে ছয়টার দিকে গোপন মাধ্যমে সংবাদ পান, কালিয়ানী সীমান্ত এলাকা দিয়ে একটি সোনার চালান ভারতে যাবে। এমন খবরে বিজিবির দলটি ওই এলাকায় অবস্থান নেয়। সকাল সাতটার দিকে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মোস্তাফিজুর রহমানকে আটক করেন বিজিবির সদস্যরা। পরে তাঁর শরীর তল্লাশি করে ডান পায়ের জুতার তলা থেকে চারটি সোনার বার জব্দ করা হয়।
ওজন দিয়ে দেখা যায়, চারটি সোনার বার একত্রে ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। আজ দুপুরে এগুলো সাতক্ষীরার ট্রেজারিতে জমা দেওয়া হয়। পাশাপাশি আটক মোস্তাফিজুর রহমানকে বেলা দুইটার দিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবির কালিয়ানী ক্যাম্পের নায়েক মোজাফফর আলী বাদী হয়ে সোনা চোরাচালানের অভিযোগে একটি মামলা করেছেন। আটক মোস্তাফিজুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বেলা তিনটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।