কক্সবাজারে মানব পাচারকালে ৩২ রোহিঙ্গাসহ আটক ১

নিউজ ডেস্ক
ক্যাম্প থেকে পাচারের সময় ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
গত ১৩ আগস্ট রবিবার রাতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জয়নাল (২৮) নামে একজন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।
সূত্র জানায়, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু, ১০ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, ‘কক্সবাজার বাস টার্মিনালে একটি পরিবহনের কাউন্টারের সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে গেলেও একজন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যাক্তির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে ।