রামগড় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ঔষধ জব্দ - Southeast Asia Journal

রামগড় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার ঔষধ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় সীমান্তে পৃথক দু’টি অভিযানে দেশে আনার সময় চোরাকারবারিদের দাওয়া করে ভারতীয় মদ ও ঔষুধ জব্দ করেছে বিজিবি রামগড় জোনের সদস্যরা ।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন রামগড় বিওপির টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ ঠান্ডু মিয়ার নেতৃত্বে টহল দলের পৃথক অভিযানে দারোগাপাড়া নামক স্থান থেকে ৫৪ বোতল ভারতীয় মদ ও ১২৫২ পিস ভারতীয় বিভিন্ন কোম্পানীর ঔষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব মদ ও ঔষুধের মূল্য প্রায় ৯ লাখ ৭৮ হাজার ২৭ টাকা।

এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

বিজিবি জানায়, বর্তমানে জব্দকৃত ঔষুধ সীতাকুণ্ড কাষ্টমর্স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।