টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪৬৬ ক্যান বিয়ার এবং ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দবার মুনিফ তকি এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ সংলগ্ন মিস্ত্রি পাড়া এলাকা দিয়ে মাদক পাঁচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে বেড়ি বাঁধের পাশের জঙ্গলে লুকিয়ে রাখা ৮টি বস্তা থেকে ৪৬৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৮১ বোতল বিদেশি মদ জব্দ করে।