খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেট জব্দ, আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে সদর থানা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।
এ সময় আটক করা হয়েছে তিনজনকে। জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ২১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে একটি টিনের ঘর থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) কাজী মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
সন্দেহভাজন আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।