মেহেরপুরে অভিযান চালিয়ে ৫ স্বর্ণের বার উদ্ধার - Southeast Asia Journal

মেহেরপুরে অভিযান চালিয়ে ৫ স্বর্ণের বার উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬শ’ গ্রাম ওজনের ৫ টি সোনার বার উদ্ধার করেছে। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তারা এ স্বর্ণের উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাজিতপুর গ্রামের মধ্য দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে- এমন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার সিগ. মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সকাল থেকে বাজিতপুর-ঝাঝা রোডের ব্রিজের পূর্ব পার্শ্বে তুলাবাগানের মধ্যে অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তিকে দেখে বিজিবি টহলদল সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা ঘাসের মধ্যে একটি ছোট প্যাকেট ফেলে পালিয়ে যায়। ঐ প্যাকেট থেকে ৬ শ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলাসহ জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলছে।