বান্দরবানে আড়াই কোটি টাকার মাদক ধ্বংস - Southeast Asia Journal

বান্দরবানে আড়াই কোটি টাকার মাদক ধ্বংস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে বিভিন্ন মামলার জব্দকৃত প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বান্দরবান সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস করেন।

আদালত সুত্রে জানা যায়, বিভিন্ন মামলায় জব্দকৃত ৮১ হাজার ৪৪০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকা; ৪৫০ কাটুন বিদেশি সিগারেট, যার আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা; ৯০ ক্যান বিয়ার, যার আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা; ১১ বোটল বিদেশি মদ (ইউস্কি), যার আনুমানিক মুল্য ১৬ হাজার ৫০০ টাকা এবং ১২০ লিটার দেশীয় চোলাই মদ, আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকাসহ মোট ২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আদালতের পরিদর্শক এ কে ফজলুল হক, নাইক্ষ্যংছড়ি থানার তদন্ত কর্মকর্তা (এসআই) সৌরভ বড়ুয়া, আলীকদম থানার এসআই দেলোয়ার হোসেন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ প্রিয়েল পালিত এ সময় উপস্থিত ছিলেন।