খাগড়াছড়িতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেষণামূলক কর্মশালা পরিচালনা করল সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেষণামূলক কর্মশালা পরিচালনা করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেষণামূলক কর্মশালা পরিচালনা করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রেষণামূলক ক্লাস পরিচালনা করেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম।

কর্মশালায় দীঘিনালা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মেজর নূর নাফিজ ইসলাম বলেন, শিক্ষা জীবনে সাফল্য পেতে হলে প্রতিদিনের কাজ সময় মত করতে হবে। কোন কাজ ফেলে রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ইতিহাস জানতে হবে।

তিনি আরো বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে। আর অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তি করা হয় না। খুব সহজেই সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সেনাবাহিনী।

এসময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বানছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি বিজয় চাকমাসহ স্থানীয় হেডম্যান- কার্বারী ও জনপ্রতিধিনিরা উপস্থিত ছিলেন।

এর আগে, দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা ।

You may have missed