২০ হাজার পিস ইয়াবাসহ দুই উপজাতি নারী আটক
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনস্হ ঘুমধুমের তুমব্রু বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই উপজাতি মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ঘুমধুমের তুমব্রু বিজিবি বিওপির টহল কমান্ডার মোঃ মোশফিকুর রহমান বিওপির চেকপোস্ট সংলগ্ন স্থান হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন উপজাতি নারীকে আটক করে।
আটককৃতরা তুমব্রু বাইশফাড়ি এলাকার জয় তংঞ্চ্যাাংগার স্ত্রী মায়া তংঞ্চ্যাংগা (১৮), ও রাংগাইয়া তংঞ্চ্যাংগার মেয়ে জয়ন মালা তংঞ্চ্যাংগা (১৫) বলে জানা গেছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককারীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী।