মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের ৫ মাস, এখনো মেলেনি সমাধান
![](https://southeast-asiajournal.com/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-04-at-4.44.19-PM.jpeg)
নিউজ ডেস্ক
মণিপুর সংঘর্ষের পাঁচ মাস পূর্ণ হয়েছে বুধবার (৪ অক্টোবর)। কিন্তু এখনো মেলেনি সমাধান। তবে কুকি এলাকায় জারি করা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে কুকিদের যৌথ মঞ্চ আইটিএলএফ। তাদের নারী শাখার কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে।
বিষ্ণুপুরে দুই শিক্ষার্থী খুনের তদন্তে সিবিআই রোববার কুকি এলাকায় গোপনে হানা দিয়ে দুই নারী ও দুই পুরুষকে গ্রেফতার করে। দুই নাবালিকাকেও সঙ্গে নিয়ে আসে গুয়াহাটিতে। ওই ৬ জন ও এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া আরও এক শিক্ষককে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবিতে কুকি যৌথ মঞ্চ আইটিএলএফ ধর্মঘটের ডাক দেয়।
সিল করে দেওয়া হয় মেইতেই জেলাগুলোর সব সীমান্ত। আর এক জনজাতি যৌথ মঞ্চ কোটু আজ কাংপোকপি জেলায় সংঘর্ষের ৫ মাস পূর্তি উপলক্ষে ১৫ ঘণ্টার ধর্মঘট পালন করে। সিবিআই ও এনআইএর ‘পক্ষপাতদুষ্টতা’র প্রতিবাদে ৩৭ নম্বর জাতীয় সড়কে তারা অবরোধের ডাক দেয়।
সিবিআই ও এনআইএর তরফে স্পষ্ট জানানো হয়েছে, তারা নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই সবাইকে গ্রেফতার করেছে। তদন্ত বা গ্রেফতারিতে কোনো পক্ষপাতের প্রশ্নই নেই। সব তথ্য-প্রমাণ আদালতে পেশ করা হবে।
চূড়চাদপুর থেকে ধৃত শিক্ষক সেমিনলুন গাংতের এনআইএ হেফাজত ৮ দিন বেড়েছে। আইটিএলএফ বিবৃতি দিয়ে জানায়, সব দিক বিবেচনা করে অনির্দিষ্টকালীন ধর্মঘট প্রত্যাহার করেছে। পরিস্থিতির ওপরে নজর রেখে পরবর্তী তীব্রতর আন্দোলনের সিদ্ধান্ত হবে।
বিষ্ণুপুরের তোরবুং গ্রাম পঞ্চায়েত এলাকার দু’হাজার বাসিন্দার মধ্যে প্রায় ১৭০০ মানুষ পালিয়েছিলেন কুকিদের আক্রমণে। তাদের মধ্যে ৫৫০ জন সাহসে ভর করে ফের গ্রামে ফিরেছেন।
তারা জানান, রোজগারের পথ, ঘরবাড়ি সব শেষ। আপাতত সরকারের অনুদান ও অন্যান্য সংগঠনের সাহায্যেই সংসার চালাতে হবে। এদিকে মণিপুরে বিজেপির দুই মন্ত্রী ও সাত বিধায়কসহ ১০ জন কুকি বিধায়ক পৃথক প্রশাসনের দাবিতে সরব হওয়ায় তাদের সদস্যপদ কেড়ে নেওয়ার দাবি তীব্র হয়েছে।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা ও বিবেচনা চলছে।