ফেনীর ফুলগাজীতে দুই রোহিঙ্গা আটক
নিউজ ডেস্ক
টেকনাফ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা যুবককে আটক করেছেন ফেনীর ফুলগাজী থানার পুলিশ। রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের লোকজন তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে। পরে ইউপি চেয়ারম্যান তাঁদের দুজনকে ফুলগাজী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
আটক রোহিঙ্গারা হলো উখিয়া কুতুপালং ফোরস্টেশনের এফ ব্লকের ২৩৮ নং বাসার করিম উল্ল্যার ছেলে আবদুল আমিন (২৮) ও টেকনাফ নয়াপাড়া মাছুনী ক্যাম্পের এস ফোর বাসার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মনির উল্ল্যাহ (২৮)। জানাগেছে একসপ্তাহ আগে তাঁরা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় এসেছেন।
উপজেলার আমজাদহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মির হোসেন মিরু জানান, স্হানীয় লোকজন তাদের অসদ আচরণ দেখে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। পরে তিনি তাঁদের ফুলগাজী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম দুই রোহিঙ্গা নাগরিককে অবৈধ অনুপ্রবেশে আটক করে টেকনাফ উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করেছেন।