আর্মি ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে কাজ করতে চায় ডিএসই - Southeast Asia Journal

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে কাজ করতে চায় ডিএসই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামীতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও গবেষণাধর্মী কাজে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক কর্মশালায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান এ আগ্রহের কথা জানান।

ডিএসইর এমডি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের জন্য মূলত ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়ার মাধ্যমে ট্রেডিং প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এর পাশাপাশি ডিএসই বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও গবেষণাধর্মী কাজও করে থাকে৷ ডিএসই আগামীতে আর্মি ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজের সঙ্গে এ বিষয়ে একসঙ্গে কাজ করবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। পুঁজিবাজারে গবেষণা ও পরামর্শদাতা হিসেবে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আজকের এ সচেতনতামূলক অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি, বিনিয়োগ কৌশল এবং প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে যে আলোকপাত করা হবে তা শিক্ষাক্ষেত্রের পাশাপাশি ভবিষ্যতে কর্মক্ষেত্র গড়তে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি৷

এসময় উপস্থিত ছিলেন আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (অব.) ও ডিএসইর ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান৷

মেজর জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান (অব.) বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান ও প্রাচীনতম পুঁজিবাজার৷ স্টক এক্সচেঞ্জের কার্যক্রম অনেক বৃহৎ। এখানে বিশ্বখ্যাত নাসডাক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে৷

তিনি বলেন, পুঁজিবাজারের মাধ্যমে দেশের ছোট-বড় সব ধরনের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়। আমরা পর্যায়ক্রমে আমাদের সব শিক্ষার্থীকে এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রামে অন্তৰ্ভুক্ত করবো।

পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।