খাগড়াছড়িতে রাস মহোৎসবে সহায়তা দিলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় শ্রী শ্রী রাস মহোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন। পাশাপাশি একাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৫ নভেম্বর (শনিবার) সকাল এগারোটায় দীঘিনালা সেনা জোন সদরে সর্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব পরিচালনা কমিটির সম্পাদক কৃষ্ণ দে’র হাতে আর্থিক সহায়তা তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ।
এছাড়াও উপজেলার রাজেন্দ্র কারবারি পাড়ার বিশ্ব রঞ্জন ত্রিপুরা, রশিক নগরের জবেদা খাতুন, মধ্যবেতছড়ির মিলন মিয়া, থানা পাড়ার মো. তসলিম উদ্দিন ও কৃপাপুর এলাকার জমেয়ে চাকমাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই মর্মে ধর্মীয় ও সামাজিক আনন্দ উৎসবে এবং দুস্থ ও অসহায়দের দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়। পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করছে দীঘিনালা জোন। জোনের পক্ষ থেকে এধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান (পিএসসি), জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ শাফী মুস্তফা।