নানা কর্মসূচীর মাধ্যমে রামগড়ে শান্তি চুক্তির বর্ষ পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে বেশকিছু জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
দিবসটি উপলক্ষ্যে উপলক্ষ্যে রামগড় বিজিবি জোন কর্তৃক এদিন রামগড় উপজেলার আওতাধীন যৌথখামার এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে অত্র জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নূর হোসেন এবং রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক তাকিয়া তন্নি কর্তৃক সর্বমোট ২৬০ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
রামগড় বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।
এর আগে সকালে একটি বর্ণাঢ্য শান্তি র্যালির আয়োজন করে বিজিবি। রামগড় উপজেলা সদরের ওয়াপদা মোড় হতে বের হয়ে র্যালিটি পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নূর হোসেন, সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ, থানার ওসি দেব প্রিয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ১১টায় রামগড় বিজিবি জোন কর্তৃক জোন সদরে রামগড় উপজেলায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র ১৫০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়।