মিয়ানমার থেকে প্রবেশকালে অস্ত্র-গোলাবারুদসহ ২ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদ থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটক দুজন হলো– উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা শরীফের ছেলে জুবায়ের (৩০) এবং একই ক্যাম্পের আমির হোসেনের ছেলে আনোয়ার (১৯)।
২ বিজিবি অধিনায়ক বলেন, ‘মঙ্গলবার সকালে টেকনাফের বড়ইতলী বক্করের জোড়া নামক এলাকায় দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে, এমন সংবাদে বিজিবি ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে আসা দুটি নৌকা ঘেরাও করে দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পেছনে থাকা অপর একটি নৌকা দ্রুতগতিতে মিয়ানমারে পালিয়ে যায়। নৌকাটি তল্লাশি করে দেশে তৈরি একটি দোনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, গুলি ও কার্তুজ, দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।’
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।