খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের উত্তর গঞ্জোপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন।
গতকাল ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক উত্তর গঞ্জোপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ জন বাঙালি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের সেনা কর্মকর্তা। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সেনা রিজিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি বলেন এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে এবং সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।