মিয়ানমারে বিদ্রোহীদের কাছে ৬ শতাধিক জান্তা সৈন্যের আত্মসমর্পণ
নিউজ ডেস্ক
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পিছু হটছে দেশটির সামরিক বাহিনী। সর্বশেষ সোমবার (১৮ ডিসেম্বর) রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী তানাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) কাছে জান্তা বাহিনীর ১৫০ জনের বেশি সেনা সদস্য আত্মসমর্পণ করেছেন। ফলে গত কয়েক সপ্তাহে কেবল শান রাজ্যেই ৬৫০ জনের বেশি জান্তা সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করল।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, সোমবার রাতে উত্তর শান রাজ্যের সাখান থিট কোন ঘাঁটি থেকে ১৫০ এর বেশি জান্তা সৈন্য তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) কাছে আত্মসমর্পণ করে।
এ নিয়ে জান্তা সৈন্য, পুলিশ এবং জান্তাপন্থী মিলিশিয়াদের সদস্যদের আত্মসমর্পণ সংখ্যা সাড়ে ৬ শত ছাড়িয়ে গেল। অপারেশন ১০২৭ শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের কাছে ৬৫০ জনেরও বেশি সেনা আত্মসমর্পণ করলো।
ইতোমধ্যে সংঘাতে বিপর্যস্ত রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ জান্তা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেখানকার স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এদিকে গত ২৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র উত্তর শান রাজ্যে ২৭০ টিরও বেশি জান্তা ফাঁড়ি এবং ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা।
গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শান রাজ্যের সাখান থিত কোন ঘাঁটির নেতৃত্বে ছিলেন মেজর মিন্ট কিয়াউ। নামখাম শহরের কাছের এই ঘাঁটি থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন জান্তা সৈন্যরা। পরে টিএনএলএ যোদ্ধাদের পাল্টা হামলায় তারা পিছু হটে। এ সময় পর্যাপ্ত শক্তি না থাকায় মেজর মিন্ট কিয়াউসহ সেখানে থাকা সেনা সদস্যরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেন।
অন্যদিকে শান রাজ্যের লাউকাই শহরের মিয়ানমার-চীন সীমান্ত গেটের কাছেও ইয়ানলং কেং-এ জান্তা সৈন্য এবং সহযোগী মিলিশিয়া সদস্যদের একটি বড় দল সোমবার বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। তবে আত্মসমর্পণকারী সৈন্য ও মিলিশিয়া সদস্যদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।