ভারতের তামিলনাড়ুতে বন্যায় ১০ জনের মৃত্যু - Southeast Asia Journal

ভারতের তামিলনাড়ুতে বন্যায় ১০ জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের পর বন্য়ায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন বন্য়ায় রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে অন্তত ২০ হাজার মানুষ আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

রাজ্যের মুখ্য সচিব শিব দাস মিনাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরে আসতে বাধ্য হয়েছেন অন্তত ১২ হাজার ৬০০ জন মানুষ।

কয়েক সপ্তাহ আগের ঘূর্ণিঝড়ের পর এই বন্যার প্রভাবে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে। তুতিকোরিন জেলার কালেক্টর জি লক্ষ্মীপতি বলেন, বন্যায় থুথুকুড়ি জেলার শ্রীবৈকুন্তম শহর ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমরা আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যেতে পারব বলে আশা করছি। বিমান থেকে খাবার ফেলা ও ত্রাণ সরবরাহ এখনো চালু রয়েছে।

বন্যার পানিতে শ্রীবৈকুন্তমের বড় একটি অংশ বন্যা পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। সেনাবাহিনী এবং এনডিআরএফ দলগুলো দুর্গম জলাবদ্ধ এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে আটকে থাকা বাসিন্দারা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। স্থল মাধ্যমে যাতায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ বিমান থেকে ফেলা অব্যাহত রয়েছে।

তুতিকোরিনের সংসদ সদস্য এমকে কানিমোঝি বলেন, এখানে খাবার সরবরাহ, মানুষের কাছে পৌঁছানো বা তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সবকিছুই বেশ চ্যালেঞ্জিং। আমার এমনসব এলাকায় বিমানযোগে খাবার সরবরাহ করেছি যেখানে নৌকাও পৌঁছাতে পারে না। গতকাল দমকল বাহিনীর একটি গাড়ি পানিতে ভেসে গেছে। এমনকি এনডিআরএফ ও সেখানে পৌঁছাতে পারেনি।