কাপ্তাইয়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক
রাঙামাটি সেনা রিজিয়নের কাপ্তাই জীবতলি ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল এর তত্বাবধানে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বরাদম এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় অসহায়, হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেজর মো.আব্দুল্লাহ্-আল-রাজন। এ সময় ক্যাপ্টেন এস, কে শাহিদুর রহমানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেজর আব্দুল্লাহ্ আল-রাজন বলেন, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে।