দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত - Southeast Asia Journal

দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডস্কে

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারত। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বারাদি সীমান্ত মেইন পিলার ৮২/২৪ এর পাশে বিএসএফ-বিজিবি সদস্যদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সাজিদুল ও মঈনউদ্দিন বারাদি সীমান্ত মেইন পিলার নং ৮১/৮২ পাশ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ঘটনার ১২ দিন পর বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা বাড়াদি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে নিহতের লাশ গ্রহণ করেনি বিজিবি। টানা ১৫ দিন পর আজ শনিবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। সন্ধ্যার পর দুজনের মরদেহ গ্রামের বাড়ি ছয়ঘরিতে নেওয়া হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ১৬ দিন পর বিএসএফের গুলিতে নিহত দুজনের মরদেহ হস্তান্তর করেছে ভারত প্রশাসন। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।