দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
রোববার (২১ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ২০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন।
এ ছাড়া মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে ছয় শতাধিক অসহায় পাহাড়ি বাঙালির মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
জোন অধিনায়ক উপস্থিত সবার উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।