টেকনাফ সীমান্তে এক কেজি আইস জব্দ করল বিজিবি - Southeast Asia Journal

টেকনাফ সীমান্তে এক কেজি আইস জব্দ করল বিজিবি

টেকনাফ সীমান্তে এক কেজি আইস জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে এক কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। তাই চোরাকারবারিদের শনাক্ত করাও যায়নি।

শুক্রবার বিকেলে টেকনাফের রঙ্গিখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ আইস জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ রঙ্গিখালী এলাকায় লবণ মাঠের ভেতরে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ঐ এলাকায় টার্গেট করে।

তিনি আরো বলেন, পরবর্তীতে কয়েকটি উপদলে ভাগ হয়ে লবণ মাঠের ভেতর তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে কালো পলিথিনে মোড়ানো একটি মাদকের প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত প্যাকেট থেকে এক কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

  • কক্সবাজারের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।