শাহবাজকে প্রধানমন্ত্রী মনোনীত করলেন নওয়াজ, শপথ পাঠ করাতে অসম্মতি প্রেসিডেন্টের
নিউজ ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে মনোনীত করেছেন দেশটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ । মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে মরিয়ম আওরঙ্গজেব জানান, এত দিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথাই আলোচনা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দিয়েছেন নওয়াজ শরিফ।
জোট সরকার গঠনের বিষয়ে সোমবার ও মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। সেসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নিয়েছেন বিলাওয়াল। পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দিয়েছেন তারা। সরকার ও মন্ত্রিসভায় থাকার ইচ্ছাও নেই তাদের।
পাকিস্তানের নির্বাচনের স্বচ্ছতার প্রশ্ন তুলে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান বলেন, পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের রায় দিয়েছেন। আর এ কারণেই পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও সুবিচারের একান্ত প্রয়োজন।
চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্কতা জারি করে তিনি বলেন, এই ধরনের প্রকাশ্য দিবালোকে ডাকাতি কেবল নাগরিকদের অসম্মানই করবে না, দেশের অর্থনীতিকে আরও নিচের দিকে ঠেলে দেবে।
শাহবাজকে শপথ পড়াতে প্রেসিডেন্টের অসম্মতি
দেশটির বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শপথ পাঠ করাবেন না। ফলে পাকিস্তানের রাজনীতিতে নতুন জটিলতা শুরু হলো আবারও। ধারণা করা হচ্ছে, শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
এর আগেও ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের শাহবাজ শরিফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তখনও শাহাবাজকে শপথবাক্য পড়াননি আলভি।
জিও নিউজ জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান/ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত।
সংবাদমাধ্যমটি জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে আরিফ আলভি নয়, নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ইমরানের দল পিটিআই ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয়। এরপর একই বছরের ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন আলভি। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। তবে দল বিদায় নিলেও প্রেসিডেন্ট পদে থেকে যান আলভি।
জানা গেছে, পাকিস্তানের তিনটি প্রধান দল পিএমএল-এন, পিপিপি বা পিটিআই কোনও দলই জাতীয় পরিষদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জিততে পারেনি। তাই জোট সরকার গঠন করছে দেশটি।
বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে। এতে কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত ১৩৪ আসন দরকার। এ জন্য জোট সরকার গঠন করতে শুরু থেকেই পিপিপি এবং জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন পিএমএল-এন নেতারা।
জাতীয় পরিষদে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২ আসন জিতেছেন। নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪ আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্যান্য দল।