মহালছড়িতে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

মহালছড়িতে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী

মহালছড়িতে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়নের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন পার্বত্য অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় অসহায় দুঃস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং শীতবস্ত্র বিতরণ প্রদান করা হয়।

গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারি) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প এর আওতায় বিনামূল্যে হতদরিদ্র ও অসহায় পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিষয়ে মহালছড়ি জোন কমান্ডার বলেন, পাহাড়ে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে মহালছড়ি জোন। এছাড়াও পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।