ফের পানছড়ি বাজার বয়কট ইউপিডিএফের - Southeast Asia Journal

ফের পানছড়ি বাজার বয়কট ইউপিডিএফের

ফের পানছড়ি বাজার বয়কট ইউপিডিএফের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংগঠনের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ির পানছড়ি বাজার ফের বয়কট করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ইউপিডিএফের প্রচার ওপ্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।

এর আগে, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান বাজার বয়কট কর্মসূচি সাময়িক স্থগিত করেছিল সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন চাকমার খুনিদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় পানছড়ি বাজার বয়কট করা হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে বাজার বয়কট কার্যকর হবে।

গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন চাকমা নিহত হন।

  • পার্বত্য চট্টগ্রামের অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।