রাঙামাটির বিলাইছড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটির বিলাইছড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটির বিলাইছড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বিলাইছড়ি জোন অধিনায়কের নেতৃত্বে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮১ জন গরিব ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

রাঙামাটির বিলাইছড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাধারণ মানুষজন ইফতার সামগ্রী পেয়ে খুশি হয়ে বিলাইছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।